অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব খোয়ালেন জিপু

রাজধানীর পল্লবী এলাকায় প্রজাপতি পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন জিপু (৫০) নামে এক ব্যক্তি। বুধবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসা সহকর্মী আজমুল ঢাকা পোস্টকে বলেন, তিনি পল্লবীতে একটি গার্মেন্টসের কোয়ালিটি ম্যানেজার হিসেবে চাকরি করেন। দুপুরে উত্তরা থেকে প্রজাপতি পরিবহনে পল্লবীতে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। পাকস্থলী ওয়াশ দেওয়ার পরে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন চিকিৎসক। তার কাছে একটি মোবাইল আছে কোন টাকা পয়সা পাওয়া যায়নি। জ্ঞান ফিরলে তার কাছে কত টাকা ছিল বা কি ঘটেছিল সে বিষয়ে জানা যাবে।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
এসএএ/এসকেডি