মাঠ উদ্ধারের পর ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্মুক্ত করা হবে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, দখল হয়ে যাওয়া মাঠ উদ্ধার করে উন্নয়ন শেষে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
শনিবার (৬ মার্চ) রাজধানীর বনানী ১ নম্বর রোডে শহীদ যায়ান চৌধুরী মাঠের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মাঠটি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম।
মেয়র বলেন, কিছুদিন আগে আমরা বিচারপতি শাহাবুদ্দিন পার্ক, উদয়াচল পার্ক উদ্বোধন করেছি। সেখানে সবাই খেলতে আসে, কোন ধরনের বাধা নেই। শহীদ যায়ান চৌধুরী এই মাঠে খেলতো, তাই তার নামেই এ মাঠটির নামকরণ করা হয়েছে। শিশু-কিশোর এমনকি নারীরাও এ মাঠে খেলতে পারবে। রাতেও যাতে এখানে খেলাধুলা করা যেতে পারে সে ব্যবস্থা করা হবে। নিরাপত্তার জন্য ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।
মশার উপদ্রব প্রসঙ্গে তিনি বলেন, মশা এ মুহূর্তে আমাদের জন্য বড় ‘থ্রেটেনিং’। মশা নিধনে আগামী ৮ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত (শুক্রবার ব্যতীত) ক্র্যাশ প্রোগ্রাম চালানো হবে।
এসময় উপস্থিত ছিলেন, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, এফবিসিসিআইর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম প্রমুখ।
এএসএস/আরএইচ