সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রী মি. নিকোস নুরিস সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) ভারতের দিল্লিতে তাজ প্যালেসে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে মো. শরীফ মাহমুদ অপু জানান, সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে জননিরাত্তা সম্পর্কিত পারষ্পরিক সহযোগিতা বাড়াতে উভয়পক্ষ সম্মত হয়। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে সাইপ্রাস সফরের আমন্ত্রণ জানান। উভয় নেতা দুই দেশের সুবিধাজনক সময়ে প্রস্তাবিত সফরের সম্মতি জ্ঞাপন করেন।

সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব আবু হেনা মোস্তফা জামান, মিনিস্টার (কনস্যুলার) সেলিম জাহাঙ্গীর ও সাইপ্রাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাত্তা বিভাগের পরিচালক।
ভারতের দিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী (১৮-১৯ নভেম্বর) তৃতীয় ‘নো মানি ফর টেরর’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এমএসি/এসএম