জঙ্গি ছিনিয়ে নেওয়ার মামলা তদন্ত করবে সিটিটিসি
ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার মামলা তদন্ত করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সোমবার (২১ নভেম্বর) ডিএমপির কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহবুব হোসেন বলেন, জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় ডিএমপির প্রসিকিউশন বিভাগের একজন পরিদর্শক বাদী হয়ে মামলাটি দায়ের করেন আমাদের থানায়। প্রথমে সিদ্ধান্ত ছিল মামলাটি আমরা তদন্ত করব। পরে সিদ্ধান্ত হয় মামলাটির তদন্ত করবে সিটিটিসি। এ সিদ্ধান্তের পর মামলার তদন্তভার সিটিটিসিকে দেওয়া হয়েছে। আমরা তাদের মামলা ও রিমান্ডে যাওয়া আসামিদের বুঝিয়ে দিয়েছি।
উল্লেখ্য, রোববার রাতে এ ঘটনায় এজাহারনামীয় ২০ জনসহ আরও ২১ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ। ডিএমপির প্রসিকিউশনের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
এর আগে দুপুরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক থেকে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল ও আবু সিদ্দিককে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।
এমএসি/এসএম