সৌদিতে হুতিদের হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির বিভিন্ন স্থানে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অব্যাহত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ।
রোববার (৭ মার্চ) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সৌদি আরবসহ দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে যে ড্রোন হামলা চালানো হচ্ছে, বাংলাদেশ এটির তীব্র নিন্দা জানাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসের ১০ ও ১৭ তারিখ যে হামলা চালানো হয়েছে, এতে দেশটির বিমানবন্দরের এয়ারক্রাফট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইয়েমেনের সীমান্তের কাছে আভা বিমানবন্দরের অবস্থান। গত দুই বছর ধরে হুতিরা নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানবন্দরটিতে হামলা চালিয়ে যাচ্ছে। দেশটির আভা বিমানবন্দর ছাড়াও কিং খালেদ বিমানবন্দরেও হুতিদের ড্রোন হামলা চালানোর খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
সবশেষ ইরানের বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৬ মার্চ) সৌদি আরবের কিং খালেদ বিমানবন্দরে ২৪ ঘণ্টার মধ্যে তিনবার ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হুতিদের এই ধরনের কর্মকাণ্ড এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি সৌদি আরবের সঙ্গে সংহতি জানাচ্ছে। একইসঙ্গে হুতিবাহিনীর এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে।
এনআই/এফআর