যাত্রীর ফোন কলে লঞ্চ থেকে ইয়াবাসহ গ্রেফতার ৪

চাঁদপুর থেকে এক যাত্রীর ফোন কলে লঞ্চ থেকে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন করিমুন্নেছা (৩৫), মো. মাসুদ (৪০), সাইফুল ইসলাম (৪০) ও খুকু মনি (৫৫)।
রোববার (৭ মার্চ) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার ঢাকা পোস্টকে এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার (৬ মার্চ) বিকেলে ৯৯৯ নম্বরে এক যাত্রী ফোন করে জানান, তিনি চাঁদপুর থেকে ঢাকাগামী সোনার তরী লঞ্চের যাত্রী। লঞ্চটি এখন চাঁদপুর ঘাটে আছে এবং কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
কলার তার নাম ও পরিচয় গোপন রাখার শর্তে জানান, লঞ্চের নিচতলায় দুজন নারী এবং দুজন পুরুষ যাত্রীর কাছে বিপুল পরিমাণ মাদক আছে। লঞ্চটি যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে, তাই দ্রুত পুলিশ পাঠানো হোক।
৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে চাঁদপুর সদর মডেল থানার ডিউটি অফিসারের যোগাযোগ করিয়ে দেয়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে চাঁদপুর সদর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।
পরে চাঁদপুর সদর থানার এসআই বজলুর রশিদ ৯৯৯-কে ফোনে জানান, ঘটনাস্থলে গিয়ে লঞ্চের চার যাত্রীর কাছ থেকে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধারপূর্বক তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এমএসি/আরএইচ