ওপিসিডব্লিউকে আরও কার্যকরী ভূমিকায় দেখতে চায় বাংলাদেশ

রাসায়নিক অস্ত্রের ঝুঁকি মোকাবিলার জন্য অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন (ওপিসিডব্লিউ) আরও কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (৩০ নভেম্বর) নেদারল্যান্ডসের রাজধানী হেগে ওপিসিডব্লিউর ২৭তম কনফারেন্স অব পার্টির অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে এ আহ্বান জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ।
মূলত, রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপট নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্বের জন্য সব দেশের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ।
রাষ্ট্রদূত বলেন, রাসায়নিক পণ্যের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে ওপিসিডব্লিউ কাজ করবে বলে বাংলাদেশ মনে করে। কেমিক্যাল ল্যাব, কেমিক্যাল জ্ঞান প্রসার, আধুনিক গবেষণার ক্ষেত্রেও ওপিসিডব্লিউ কাজ করবে বলে বিশ্বাস করে বাংলাদেশ।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর রাসায়নিক সন্ত্রাসবাদ মোকাবিলা এবং রাসায়নিক পণ্যের সুষ্ঠু উৎপাদন ও ব্যবহার নিশ্চিতের জন্য ওপিসিডব্লিউকে আরও সহায়তা দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত হামিদুল্লাহ।
এনআই/এসএম