পেমেন্ট গেটওয়েতে ইভ্যালির আটকে থাকা টাকার তথ্য চেয়ে চিঠি

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৫ ডিসেম্বর ২০২২, ০৪:৫০ পিএম


পেমেন্ট গেটওয়েতে ইভ্যালির আটকে থাকা টাকার তথ্য চেয়ে চিঠি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকার পরিমাণ জানতে চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেল। একইসঙ্গে গ্রাহকের তালিকাও চাওয়া হয়েছে। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে এসব তথ্য দিতে বলা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ সাঈদ আলী স্বাক্ষরিত সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ইভ্যালির পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকার পরিমাণ এবং গ্রাহক তালিকা আগামী ১১ ডিসেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। 

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের উপ-সচিব সাঈদ আলী।

এসএইচআর/এসকেডি

Link copied