খিলক্ষেতে লেক থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত থানাধীন তিনশ ফিট সংলগ্ন অস্ট্রেলিয়ান স্কুলের পাশের লেক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (০৮ মার্চ) দুপুর ২টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে ওই লেক থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করে খিলক্ষেত থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, আমরা প্রাথমিকভাবে মরদেহটি পুরুষের বলে শনাক্ত করেছি। সিআইডি’র ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তাদের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহ ও সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহটি পাঠানো হবে।
তিনি বলেন, কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
জেইউ/জেডএস