পুলিশের হস্তক্ষেপে নবজাতক নিয়ে বাসায় ফিরলেন বাবা

হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত বিল দাবি করায় তা দিতে পারেননি অটোরিকশা চালক হারুনুর রশিদ (৪০)। এতে ক্ষিপ্ত হয়ে হারুনুর রশিদের নবজাতক সন্তান ও স্ত্রীকে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
উপায় না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন হারুনুর রশিদ। হারুনের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে সদ্যজাত সন্তান ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন তিনি।
সোমবার (০৮ মার্চ) ভোরে নারায়ণগঞ্জের চাষাড়ার আল মক্কা ক্লিনিকে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, সোমবার ভোরে হারুনুর রশিদ নামে একজন নারায়ণগঞ্জের চাষাড়ার আল মক্কা ক্লিনিক থেকে ফোন করে জানান, তিনি পেশায় অটো চালক। রোববার (৭ মার্চ) রাত ১১টায় গর্ভবতী স্ত্রীকে তিনি ক্লিনিকটিতে ভর্তি করান। রাতেই তার স্ত্রীর নরমাল ডেলিভারি হয় এবং একটি কন্যা সন্তান প্রসব করেন। পরে রাতে তিনি তার স্ত্রী সন্তানকে বাসায় নিতে চাইলে প্রথমে তাকে ১৬ হাজার টাকা বিল দিতে বলা হয়।
অনেক অনুনয় বিনয় করার পর ৮ হাজার টাকা বিল পরিশোধ করতে বলা হয়। কিন্তু তিনি একদিন ক্লিনিকে অবস্থান এবং নরমাল ডেলিভারির জন্য এতো টাকা বিল দাবি করার কারণ জানতে চান এবং পরিশোধে অসম্মতি জানান। এছাড়া এই টাকা দেওয়ার সামর্থ্য তার নেই বলেও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।
তখন ক্লিনিক থেকে তাকে জানানো হয় বিল পরিশোধ না করলে তাকে তার স্ত্রী সন্তানকে নিয়ে যেতে দেওয়া হবে না। উপায় না পেয়ে তিনি স্থানীয় এক সাংবাদিকের পরামর্শে ৯৯৯ এ ফোন করেন।
আনোয়ার সাত্তার আরও বলেন, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ সদর থানার একটি দল ঘটনাস্থলে যায়। পরে নারায়ণগঞ্জ সদর থানার এসআই আমিনুর ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। অটোচালক হারুনের আর্থিক অবস্থা বিবেচনায় ন্যূনতম বিল নেওয়ার অনুরোধ জানান। পরে ক্লিনিক কর্তৃপক্ষ তিন হাজার টাকা বিল নিয়ে তাদেরকে ছাড়পত্র দেয়।
এমএসি/জেডএস