ময়নাতদন্ত শেষে নয়াপল্টনে নিহত মকবুলের মরদেহ হস্তান্তর

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

০৮ ডিসেম্বর ২০২২, ০৬:০৫ পিএম


ময়নাতদন্ত শেষে নয়াপল্টনে নিহত মকবুলের মরদেহ হস্তান্তর

রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত মকবুল হোসেনের (৪৩) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষ হয়। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

নিহত মকবুলের বড় ভাই নূর হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমার ভাইয়ের ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্ত শেষে পুলিশ আমার ভাইয়ের মরদেহ হস্তান্তর করেছে। আমরা মরদেহ নিয়ে মিরপুরের কালশীতে জানাজা শেষে কবরস্থানে দাফন করব। গতকাল নয়া পল্টনে পুলিশের গুলিতে আমার ভাই নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) হিরন্ময় বারুরি। তিনি ঢাকা পোস্টকে বলেন, মরদেহটির ময়নাতদন্ত শেষ হয়েছে। মরদেহটি অ্যাম্বুলেন্সে করে মিরপুরে তার বাসায় নিয়ে যাওয়া হবে। পরে জানাজা শেষে কালশী কবরস্থানে দাফন করা হবে।

এসএএ/কেএ

টাইমলাইন

Link copied