পুলিশ দেখেই দৌড়, যুবক আটক

পুলিশ দেখে দৌড় দিয়ে আটক হয়েছেন গাউস নামে এক যুবক। আজ (শুক্রবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
সাইনবোর্ড এলাকায় বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। চেকপোস্টে বাস থামিয়ে তল্লাশি চলছিল। সকাল ১০টা ১০মিনিটের দিকে একটি বাস থামানো হয়। বাসের ভেতরে থাকা যাত্রীদের তল্লাশির জন্য নিচে নামতে বলে পুলিশ।
এ সময় নিচে নেমেই দৌড়ে পালানোর চেষ্টা করেন গাউস। কয়েকজন পুলিশ তার পেছনে ধাওয়া করে। ধরতে না পেরে পুলিশের গাড়িতে করে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়।
• আরও পড়ুন : আজও ঢাকার প্রবেশ পথে পুলিশের কড়াকড়ি
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার এসআই ইব্রাহিম ঢাকা পোস্টকে বলেন, তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে গতকালের মতো আজও ঢাকার এ প্রবেশ পথে বেশ কয়েকটি স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এসব চেকপোস্টে পুলিশের কঠোর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।
এসএইচআর/এনএফ