দাদীর সঙ্গে বেড়াতে যাওয়া হলো না ইভার

রাজধানীর যাত্রাবাড়ী থানার চৌরাস্তা এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় ইভা (৫) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির দাদী মমতাজ বেগম (৪৮) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। গুরুতর আহত মমতাজ বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
নিহত শিশু ইভার চাচা আব্দুর রহমান জানান, দাদীর সঙ্গে আত্মীয়র বাড়ি যাওয়ার সময় যাত্রাবাড়ী এলাকায় একটি বাসের চাপায় ইভা ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। আর আহত অবস্থায় মমতাজকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসা শেষে বাসায় আনা হয়েছে। রাতে ইভার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
তিনি আরও জানান, তারা যাত্রাবাড়ী এলাকায় থাকেন। তাদের বাড়ি শরীয়তপুরের পালং থানা এলাকায়। ইভার বাবা একটি কারখানায় চাকরি করেন।
জানতে চাইলে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসাইন ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যায় দ্রুতগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় তার দাদী মমতাজ বেগম আহত হন। পরে আহত ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত ঘাতক বাস ও চালককে আটক করতে পারিনি। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
এসএএ/এসএসএইচ/