ডেমরায় ভবন থেকে পড়ে শিশু সন্তানসহ মায়ের মৃত্যু

রাজধানীর ডেমরায় পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুসহ এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছেন তিনি। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ ডিসেম্বর) ডেমরার সানারপাড় এলাকায় সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ওই নারী (হালিমা বেগম) তার শিশু সন্তানসহ পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে যান। পরে প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসকরা ওই নারীকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর তিন ঘণ্টা পর মারা যায় ১৫ মাসের শিশু সন্তানও। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, নিহত ওই নারীর নাম হালিমা বেগম। তার ১৫ মাসের ছেলে সন্তানও ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তিনি তার সন্তানসহ ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় ওই নারীর স্বামীকে (শাহিনুর ইসলাম) আটক করার পর মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি তদন্তের পর জানা যাবে।
এমএসি/এফকে