কেরানীগঞ্জ থেকে আনসার আল ইসলামের এক সদস্য আটক

ঢাকার কেরানীগঞ্জ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পলাতক এক সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃত ব্যক্তির নাম মো. আলিম (২১)। এ সময় তার কাছ থেকে ৫টি উগ্রবাদী বই, পুস্তিকা, ২টি হার্ডডিস্ক, মোবাইল ও ব্যাগ জব্দ করা হয়।
বুধবার (২৩ ডিসেম্বর) র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল কেরানীগঞ্জ থানার ঘাটারচর চৌরাস্তা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আলিমকে উগ্রবাদী বই, পুস্তিকা ও ইলেক্ট্রনিক ডিভাইসসহ (হার্ডডিস্ক) আটক করে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই সংগঠনের ৩ শীর্ষ জঙ্গিকে আটক করে র্যাব-২ এর সদস্যরা। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আলিমকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদ আলিম জানায়- সে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিবাদী বই ও প্রচারপত্রের মাধ্যমে নতুন সদস্যদের দলভুক্ত করার কাজে নিয়োজিত ছিল। তার সঙ্গে থাকা ইলেক্ট্রনিক হার্ডডিস্ক থেকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার সরাসরি প্রমাণ পাওয়া গেছে।
জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বাকি সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এমএসি/টিএম