বন্ধ পাটকল ইজারায় চালু করতে কমিটি

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) বন্ধ মিলগুলো ইজারা পদ্ধতিতে বেসরকারি ব্যবস্থাপনায় ফের চালুর প্রস্তাব বিবেচনায় ৯ সদস্য বিশিষ্ট আন্তঃমন্ত্রণালয় ওয়ার্কিং কমিটি গঠন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
বুধবার (২৩ ডিসেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন) কমিটির আহ্বায়ক ও বিজেএমসির চেয়ারম্যানকে সদস্য-সচিব করা হয়েছে।
এছাড়াও এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাট), অর্থ বিভাগের প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয়ে প্রতিনিধি, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি এবং জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারের (জেডিপিসি) নির্বাহী পরিচালক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজেএমসির বন্ধ মিলগুলো পুনঃচালুর লক্ষ্যে দরপত্র ও প্রস্তাব আহ্বানের জন্য বিজ্ঞপ্তির খসড়া পরীক্ষা ও চূড়ান্তে এ কমিটি কাজ করবে। এছাড়াও কমিটি প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে পাওয়া প্রস্তাব নিষ্পত্তির বিষয়ে পরামর্শ দেবে।
মিলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার ক্ষেত্রে সরকারি স্বার্থ রক্ষায় গ্রহণীয় ব্যবস্থা বা করণীয় সম্পর্কে সুপারিশ ও প্রযোজ্য ক্ষেত্রে এ বিষয়ক কার্যক্রম ত্বরান্বিত করতে পরামর্শ দেবে।
উল্লেখ্য, সরকারি সিদ্ধান্তে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বিরাজমান পরিস্থিতির স্থায়ী সমাধান এবং পাটখাত পুনরুজ্জীবিত করার লক্ষ্যে গত ১ জুলাই থেকে বন্ধ ঘোষণা করা হয়। বিজেএমসির নিয়ন্ত্রণাধীন ২৫টি চালু মিলে কর্মরত সকল স্থায়ী শ্রমিকের গ্রাচ্যুইটি, পিএফ ও ছুটি নগদায়নসহ গোল্ডেন হ্যান্ডশেক সুবিধার মাধ্যমে চাকরি অবসায়নের সিদ্ধান্ত নেয়া হয়।
এসএইচআর/এফআর