কুকুরসহ তিন ধরনের পোষা প্রাণীর জন্য কর নেবে ডিএসসিসি

দক্ষিণ সিটির আওতাধীন এলাকায় পোষা জন্তু অর্থাৎ কুকুর পালন করলে বার্ষিক ৫০০ টাকা করে কর নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সেই সঙ্গে হরিণ ও ঘোড়া পালন করলে ১০০০ টাকা করে বার্ষিক কর দিতে হবে সংস্থাটিকে।
সম্প্রতি পোষা জন্তু পালনের ক্ষেত্রে কর প্রদান সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গবেষণা কর্মকর্তা মো. আসাদুজ্জামানের স্বাক্ষরে গ্রহণ করা গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিটি করপোরেশনের আদর্শ কর তফসিল ২০১৬ এর ক্রমিক ১০.৪ (১৫৩) (ক)(খ) ও (গ) অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিক্ষেত্রে প্রতিটি পোষা জন্তু অর্থাৎ কুকুর পালন ৫০০ টাকা ও হরিণ, ঘোড়া পালনের ক্ষেত্রে ১০০০ টাকা হারে বার্ষিক কর আদায়যোগ্য। পোষা জন্তুর মালিকদের স্ব স্ব অঞ্চলের রাজস্ব বিভাগের আদায় শাখায় কর এবং ১৫ শতাংশ ভ্যাট প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তবে এতদিন পর্যন্ত এটি কার্যকর ছিল না। এছাড়া অন্য কোনো পোষা প্রাণী যেমন বেড়াল, মাছ, পাখি, গরু ইত্যাদি পোষার ক্ষেত্রে কর আরোপের কথা বলা হয়নি গণবিজ্ঞপ্তিতে।
অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরের ঢাকা দক্ষিণ সিট করপোরেশনের বাজেট পর্যালোচনা করে দেখা গেছে, সংস্থাটি রাজস্ব আয়সহ অন্যান্য আয়ের বিবরণীতে ৪৪টি জায়গা থেকে আয়ের কথা উল্লেখ করেছে। সে সবের মধ্যে রয়েছে- কর, সালামি, ভাড়া, ট্রেড লাইসেন্স, রিকশা লাইসেন্স, মেলা, হোটেলে অবস্থানকারীর কাছে নগর কর, টিউটোরিয়াল স্কুল, বাস টার্মিনাল, পেট্রোল পাম্প, পশুর উপর কর, রাস্তা খনন ফিস, বিবাহ তালাক, প্রাইভেট হাসপাতালসহ আরও অন্যান্য খাত।
এএসএস/এসকেডি