মাঠে গিয়ে ফুটবল ক্রিকেট খেললেন মেয়র তাপস

রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় নতুন খেলার মাঠ উদ্বোধনে গিয়ে নিজেই ফুটবল ক্রিকেট দুটো খেলাতেই অংশ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (১০ মার্চ) রাজধানীর লক্ষ্মীবাজার মাঠ উদ্বোধনে এসে তিনি প্রথমে ক্রিকেট খেলায় অংশ নিয়ে পরপর কয়েকটি বল করেন। এরপর স্থানীয় এক শিশু খেলোয়াড়ের সঙ্গে ফুটবল খেলায় অংশ নিয়ে মাঠের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন।
এ অনুষ্ঠানে ফজলে নূর তাপস বলেন, আমার নির্বাচনি ইশতেহার অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য উন্মুক্ত স্থান, খেলার মাঠ করতে চাই। এই লক্ষ্মীবাজার এলাকায় এক চিলতে পরিমাণও ফাঁকা জায়গা নেই, যেখানে শিশুরা খেলাধুলা করতে পারে। আজকের এই লক্ষ্মীবাজার মাঠটি যদিও ছোট, তবুও আমরা এটা উদ্ধার করে মাঠ করে দিয়েছি। এর আগে এখানে অবৈধ দখলদার এটাকে দখলে রেখে মার্কেট কার্যক্রম পরিচালনা করছিল, আমরা এটা অবৈধ দখলমুক্ত করেছি। এভাবে প্রতিটি ওয়ার্ডে আমাদের সন্তানদের খেলার মাঠের ব্যবস্থা আমরা করব।
মেয়র বলেন, আমরা এরই মধ্যে ৭, ১৩, ২৭ ও ৩৫ নম্বর ওয়ার্ডে জায়গা চিহ্নিত করেছি, যেখানে আমরা সন্তানদের জন্য উন্মুক্ত স্থান, খেলার মাঠের ব্যবস্থা করব। আজ থেকে আমরা নতুন এক উদ্যোগ নিয়েছি, আমাদের চৌরাস্তাগুলোতে ট্রাফিকিং ব্যবস্থাপনাকে ঢেলে সাজাচ্ছি। আমরা আধুনিকায়নের কাজ করব। ফ্লাইওভারের নিচের জায়গাগুলো দখল এবং অব্যবস্থাপনার মধ্যে রয়েছে, যেগুলো আমরা পর্যায়ক্রমে দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে আমরা ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি। খালগুলো অবৈধ দখলমুক্ত হচ্ছে, পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। সেই সঙ্গে খালগুলোর পানি প্রবাহ ঠিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি। মশক নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। আগের তুলনায় মশা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগামীতে ইনশাআল্লাহ মশা আরও নিয়ন্ত্রণে আসবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।
লক্ষ্মীবাজার মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এএসএস/এনএফ/এমএমজে