বাসের ধাক্কায় মেয়ের সামনে মায়ের মৃত্যু

রাজধানীর শেরেবাংলা নগরের হৃদরোগ হাসপাতালের সামনে ওয়েলকাম পরিবহনের একটি বাসের ধাক্কায় রেহেনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ মার্চ) দুপুরে জাতীয় হৃদরোগ হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় ওয়েলকাম পরিবহনের বাসটির ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওয়েলকাম পরিবহনের বাসটি আটক করা হয়েছে।
নিহতের মেয়ে তানজিনা আক্তার মেঘলা ঢাকা পোস্টকে বলেন, আমার মায়ের বুকে মাঝে মধ্যে ব্যথা হয়। পরে হৃদরোগ হাসপাতালে ইকো করাই। আজ ইকোর রিপোর্ট ও এনজিওগ্রাম করানোর জন্য নরসিংদী থেকে সকালে ঢাকায় আসি। রিপোর্ট নিয়ে রাস্তা পার হওয়ার সময় ওয়েলকাম পরিবহনের একটি বাস আমার মাকে টেনে হিঁছড়ে নিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা।
জানা যায়, নিহত রেহেনা বেগম নরসিংদী জেলার শিবপুর থানার কোন্দারপাড়া গ্রামের জসিমউদ্দিনের স্ত্রী। তিনি ৩ মেয়ে ও এক ছেলের জননী।
শেরে বাংলানগর থানার সহকারী উপ-পরিদর্শক সমীর জানান, আমরা ঘটনা জানার সঙ্গে সঙ্গে সোহরাওয়ার্দী হাসপাতালে যাই। পরে সেখান থেকে দুর্ঘটনার শিকার রেহেনা বেগমকে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি আটক করা হয়েছে। তবে চালক-হেলপার আটক আছে কি না সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, বাসের ধাক্কায় আহত অবস্থায় আনার পর এক নারী মারা গেছেন। শেরেবাংলা থানায় জানিয়ে দেওয়ার পর একটি টিম এখানে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।
জেডএস