করোনার বছরে হার্ট অ্যাটাকে এক লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু

করোনার বছরে (২০২০ সালে) হার্ট অ্যাটাকে সারাদেশে ১ লাখ ৮০ হাজার ৪০৮ জন মারা গেছেন বলে জানিয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।
বুধবার (১০ মার্চ) বিবিএস অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন সচিব। সভায় সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক মো. তাজুল ইসলাম।
সভায় জানানো হয়, ২ হাজার ১২টি অঞ্চল থেকে তথ্য সংগ্রহ করে এই রিপোর্ট প্রকাশ করেছে বিবিএস। 'মনিটরিং দ্য সিচ্যুয়েশন অব ভাইটাল স্ট্যাটেসটিকস অব বাংলাদেশ' (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় এই জরিপ করা হয়েছে।
বিবিএস সচিব জানান, করোনার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে হার্ট অ্যাটাকে ১ লাখ ৪৭ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়। যেখানে করোনার বছর ২০২০ সালে মৃত্যু হয়েছে ১ লাখ ৮০ হাজার ৪০৮ জনের। অর্থাৎ করোনার বছরে আগের বছরের তুলনায় মৃত্যু বেড়ছে ৩৩ হাজার জনের বেশি।
এছাড়া ২০১৯ সালে হার্ট ডিজিজে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৭ হাজার ৭ জন। ২০২০ সালে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ২০৪ জন। তবে এক্ষেত্রে করোনার বছরে রোগী কমেছে ২৪ হাজারের বেশি।
বিবিএসের তথ্যে দেখা গেছে, ২০১৯ এবং ২০২০ সালে দেশে কোনো মানুষ এইচআইভি রোগে আক্রান্ত হননি।
এসআর/জেডএস/এমএমজে