শাহজাহানপুরে ১০তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানী শাহজাহানপুরের মারুফ মার্কেটের পেছনের একটি ১০তলা ভবন থেকে পড়ে ফারজানা আক্তার মৌ (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নাজমুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ফারজানা সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ তার বার্ষিক পরীক্ষার ফলাফল দিয়েছে। সে তিন বিষয়ে অকৃতকার্য হয়েছে। পরে অভিমান করে ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। আমরা খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, তার বাবা আবু মুসা সৌদি আরব থাকেন। সে তার মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকত। তাদের বাড়ি চাঁদপুরের শাহারাস্তি থানার হারাইরপাড়া গ্রামে।
এসএএ/এসএসএইচ/