ওয়ারীতে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

রাজধানীর ওয়ারী থেকে গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ। সোমবার বিকেলে রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন, মো.শাকিব, মো.আক্তারুজ্জামান ও মো.লিটন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মো.মজিবর রহমান বলেন, এক মাদক কারবারি ওয়ারী থানার হানিফ ফ্লাইওভারে দক্ষিণ পাশে রাস্তার উপর মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে ফ্লাইওভারে দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শাকিবকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, একই দিনে বিকেলে অপর এক অভিযানে কাপ্তান বাজার এলাকা থেকে আক্তারুজ্জামান ও লিটনকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমএসি/এসকেডি