প্রধান প্রকৌশলীর চুক্তিভিত্তিক নিয়োগ ঠেকাতে মন্ত্রীকে চিঠি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ ঠেকাতে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামকে চিঠি দিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তিনজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের সইসহ সংস্থাটির সাতটি সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে লিখিত চিঠি দেওয়া হয়।
চিঠিতে সই করেছেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মীর আব্দুস সাহিদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সরোয়ার হোসেন।
চিঠিতে বলা হয়েছে, আপনার বলিষ্ঠ নেতৃত্বে সমগ্র দেশে পানীয় জল সরবরাহ ও স্যানিটেশন খাতে অবকাঠামোগত উন্নয়ন অগ্রযাত্রায় অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীরা আপনার সহযাত্রী। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীর পেশাগত দক্ষতার উৎকর্ষতা সাধন এবং পেশা সংশ্লিষ্ট বিষয়ে স্বার্থরক্ষাসহ পেশাগত উন্নয়নে মন্ত্রণালয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পাশাপাশি কাজ করার জন্য সর্বদা সচেষ্ট।
চিঠিতে আরও বলা হয়, আপনার বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান সরকারের প্রতিশ্রুত পানি সরবরাহ, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামোগত উন্নয়ন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। যার পরিপ্রেক্ষিতে এ অধিদপ্তরের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি আপনার সহায়তায় অধিদপ্তরের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি প্রাপ্তির পথ পূর্বের তুলনায় আরও সুগম হয়েছে। এজন্য মন্ত্রীর নিকট আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মন্ত্রীকে পাঠানো চিঠিতে আরও বলা হয়, অতীতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে অধিদপ্তরীয় ঊর্ধ্বতন পদে পদায়নের একটি প্রক্রিয়া চলছিল। উক্ত প্রক্রিয়া সফল হলে কর্মরত কর্মকর্তারা কাঙ্ক্ষিত ও ন্যায্য পদোন্নতি থেকে বঞ্চিত হতেন। কর্মকর্তাদের স্বার্থের পরিপন্থী এই প্রক্রিয়া বন্ধ করার লক্ষ্যে অতীতের ন্যায় বর্তমানেও আমরা সোচ্চার। চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সকল সংগঠনের অনড় অবস্থানের কারণে অতীতে অধিদপ্তরে কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়নি। বর্তমান প্রধান প্রকৌশলীর চাকরির মেয়াদ ডিসেম্বর মাসে শেষ হবে। তার চাকরির মেয়াদ শেষে বর্তমানে অধিদপ্তরে কর্মরত সিনিয়র প্রকৌশলীদের মধ্য থেকে প্রধান প্রকৌশলী পদে পদায়ন/পদোন্নতির জন্য অধিদপ্তরের সকল সংগঠনের পক্ষ থেকে আমরা আপনার নিকট আকুল আবেদন জানাচ্ছি।
এছাড়া আধুনিক জনপ্রশাসন গড়ার প্রত্যয়ে সংশ্লিষ্ট সকল অংশীদারদের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আপনার নেতৃত্বে এগিয়ে যাবে এ আশা আমাদের।
এসআর/এসকেডি