মেট্রোরেল উদ্বোধন : বিআরটিএর ডিসিটিবি পরীক্ষা পেছাল

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২২, ০৪:০৩ এএম


মেট্রোরেল উদ্বোধন : বিআরটিএর ডিসিটিবি পরীক্ষা পেছাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় বাংলাদেশে প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর উদ্বোধন করবেন। উদ্বোধনী স্থান উত্তরাতে হওয়াতে নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবারের (২৮ ডিসেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্কেল-৩ (দিয়াবাড়ী, উত্তরা) এ অনুষ্ঠিতব্য ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের (ডিসিটিবি) পরীক্ষা একদিন পেছানো হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিআরটিএর ওয়েবসাইটে উপ-পরিচালকের (ইঞ্জিনিয়ারিং) কার্যালয় ড্রাইভিং লাইসেন্স শাখার প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ডিসেম্বর উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেলের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তার স্বার্থে ২৮ ডিসেম্বর উত্তরা বিআরটিতে অনুষ্ঠিতব্য ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের (ডিসিটিবি) পরীক্ষা শুক্রবার (২৯ ডিসেম্বর) তারিখে যথাসময়ে অনুষ্ঠিত হবে।

নোটিশে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিআরটিএ।

এমএইচএন/কেএ

Link copied