খিলগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকার একটি বাসায় মো. মেহেদী ইসলাম মবিন (২৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
মেহেদী ইসলাম মবিন বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে খিলগাঁও মেরাদিয়া ক্যাসেট ফ্যাক্টরি গলিতে যাই। সেখানে মেহেদী ইসলাম মোবিন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আমরা নিহতের আত্মীয়স্বজনের কাছ থেকে জানতে পেরেছি কিছুদিন আগে মেহেদীর মা মাজেদা বেগম মারা যান। তারপর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। গতকাল রাতে যেকোনো সময় নিজ কক্ষে আত্মহত্যা করেন তিনি।
এসআই বলেন, মেহেদীর গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর থানার মানিক দিয়া গ্রামে। তিনি মো মাহমুদুল ইসলামের ছেলে। খিলগাঁও মেরাদিয়া ক্যাসেট ফ্যাক্টরি গলির একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।
এসএএ/এসকেডি