স্বামীর অফিসে গিয়ে পেটে ঢোকালেন কাচের বোতল, ঢামেকে মৃত্যু

রাজধানীর গুলশানের নিকেতন এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর অফিসে গিয়ে কাচের বোতল ভেঙে পেটে ঢুকিয়ে নিজেকে গুরুতর জখম করেন মাহিমুন মুলান (২২) নামে এক নারী। পরে শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বামী জুবায়ের হাসান হৃদয়কে আটক করেছে পুলিশ।
নিহতের স্বামী জুবায়ের হাসান হৃদয় ঢাকা পোস্টকে বলেন, আমাদের বিয়ে হয়েছে ছয় মাস আগে। সে খুব জেদি ছিল। আমি নিকেতনে একটি অফিসে চাকরি করি। পারিবারিক কিছু সমস্যা নিয়ে তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছিল।
তার দাবি, মুলান তার অফিসে এসে কাচের বোতল ভেঙে নিজের পেটে ঢুকিয়ে গুরুতর জখম হয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
জুবায়ের হাসান হৃদয় জানান, তারা উত্তর বাড্ডা এলাকায় থাকেন। ঘটনা ঘটেছে নিকেতনের ১১০ নম্বর হাউজে। তার বাড়ি মুন্সিগঞ্জ সদর থানার চন্দননগর এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে পুলিশ ক্যাম্পে আটক করে রাখা হয়েছিল। পরে গুলশান থানা পুলিশ এলে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএএ/এসএসএইচ/