চট্টগ্রামে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে মোজাহের উদ্দিন ওরফে রাজিব (৩৩) নামে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলি জব্দ করা হয়।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলালহাট এলাকার চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স ফ্যাক্টরির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোজাহেরের গ্রামের বাড়ি সীতাকুণ্ডের মান্দারীটোলা এলাকায়। তার বাবার নাম মো. জয়নাল আবেদীন ওরফে জুনু ভান্ডারি।
পুলিশ সূত্র জানায়, মোজাহের নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। ২০১৬ সালে তিনি সংগঠনটিতে জড়িয়ে পড়ে। ওই সময় সরকারবিরোধী তৎপরতার কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। একপর্যায়ে ওই বছরের ১৭ জুলাই তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট গ্রেপ্তার করে। এরপর তিনি দীর্ঘদিন কারাভোগ করেন। তবে জামিনের পর তিনি আবারও আত্মগোপনে চলে যান।
তবে সম্প্রতি সীতাকুণ্ড এলাকায় আবার সক্রিয় হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে শুক্রবার দিবাগত রাতে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানা পুলিশ।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ ঢাকা পোস্টকে বলেন, জঙ্গি সংগঠনের সদস্য মোজাহেরকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (শনিবার) তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমএ