জমি রেজিস্ট্রেশনে নতুন মৌজা রেট কার্যকর

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি ২০২৩, ০৫:৪৬ পিএম


জমি রেজিস্ট্রেশনে নতুন মৌজা রেট কার্যকর

প্রতীকী ছবি

জমি রেজিস্ট্রেশনে সারা দেশে নতুন মৌজা রেট কার্যকর করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) থেকে এ রেট কার্যকর করা হয়।

আগামী দুই বছরের জন্য সংশোধিত মৌজা রেট অনুমোদন করে সম্প্রতি নিবন্ধন অধিদপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে বলা হয়, সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা-২০১০ (সংশোধিত ২০১২ ও ২০১৫) অনুযায়ী ২০২৩ ও ২০২৪ সালের জন্য প্রস্তুতকৃত বাজারমূল্য তালিকা ১ জানুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য কার্যকর করা হবে। 

‌‘প্রস্তুত করা বাজারমূল্য সম্পর্কে কোনো আপত্তি থাকলে সংশ্লিষ্ট জেলার বাজারমূল্য নির্ধারণ কমিটির সদস্য সচিব/নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক বরাবর পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে।’

জানা গেছে, সংশোধিত নতুন মৌজা রেটে সরকারি হিসাবে প্রতি অযুতাংশ জমির শ্রেণিভিত্তিক মূল্য সর্বনিম্ন ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। আবার কোথাও বাড়ির চেয়ে ভিটা শ্রেণির দাম বেশি ধরা হয়েছে। খুবই কমসংখ্যক মৌজায় পূর্বের মূল্য অপরিবর্তিত রয়েছে। এরমধ্যে কিছু মৌজার বেশিরভাগ জমি সরকার আগেই অধিগ্রহণ করেছে।

এসএইচআর/এমএ

Link copied