কর্ণফুলী নদীর তীরে কয়লা মজুত, জরিমানা-কারাদণ্ড

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে অবৈধভাবে ১১ হাজার মেট্রিক টন কয়লা মজুত করায় ডিপো ইনচার্জ মো. আল আমিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে তাকে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজ ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
জেলা প্রশাসন জানায়, পুরাতন ব্রিজ ঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কয়লা মজুত করে ব্যবসা পরিচালনা করছিল সাহারা এন্টারপ্রাইজ। এতে করে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে আসছিল। মঙ্গলবার বিকেলে সেখানে অভিযানে নামে জেলা প্রশাসন। এসময় হাতেনাতে কয়লা ডিপোর ইনচার্জ আল আমিনকে আটক করা হয়। তাকে জরিমানার পাশাপাশি এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে এসব কয়লা সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নদীর তীরে অবৈধভাবে কয়লা মজুত করে পরিবেশের ক্ষতি করছিল প্রতিষ্ঠানটি। এছাড়া কয়লা একটি দাহ্য পদার্থ। সে কারণে নিজ থেকেই এতে আগুন ধরে যেতে পারে। তাছাড়া শীতকালে শুষ্ক আবহাওয়ায় এবং সরাসরি সূর্যের আলোতে থাকায় কয়লাগুলোতে আগুনের সূত্রপাত হতে পারে। এতে করে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। এরকম অভিযান ভবিষ্যতে চলমান থাকবে।
কেএ