মেট্রোরেল স্টেশন এলাকায় রিকশাচালকের মরদেহ

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশন এলাকা থেকে শাহাবুদ্দিন (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ জানুয়ারি) বেলা ১২ টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরে বাংলা নগর থানা।
নিহত শাহাবুদ্দিন (৭০) পেশায় একজন রিকশাচালক। তিনি কিশোরগঞ্জের বাসিন্দা।
মরদেহ উদ্ধারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মন্সুর।
তিনি জানান, আজ আনুমানিক ১১ টা ৪৫ মিনিটের দিকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের গেটের সামনে এসে জিরানোর জন্য বসে রিকশাচালক শাহাবুদ্দিন। তখন হঠাৎ করে অসুস্থতাজনিত কারণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি অসুস্থতাজনিত মৃত্যু। মরদেহের আইনি প্রক্রিয়া শেষে হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এমএসি/এমজে