বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক হলেন নজরুল ইসলাম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান।
বুধবার (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অপর এক আদেশে তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য অফিসার ওয়ারেছ হোসেনকে জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এসএইচআর/এসএম