মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাব্বি হোসেন (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১০ মার্চ) সাড়ে ১০টার বুদ্ধিজীবী কবরস্থানের ২ নম্বর খাঁচার গলি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রাব্বি বরিশাল মুলাদী উপজেলার মৃত আলমগীর হোসেনের সন্তান। তিনি ঢাকায় রায়ের বাজার মিনা হাউজিংয়ে ১ নম্বর রোডে মা পারুলের সঙ্গে ভাড়া থাকতেন।
আহত রাব্বির খালাত ভাই আকাশ বলেন, কে বা কারা তাকে কুপিয়ে জখম করেছে তা এখনও জানি না। রাব্বির বাম হাতে, বুকে পিঠে, পেটে জখমের দাগ রয়েছে। তার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে আহত অবস্থায় রাব্বিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় কোপের দাগ রয়েছে। ঘটনাটি আমরা মোহাম্মদপুর থানাকে জানিয়েছি।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম ঢাকা পোস্টকে বলেন, আহতের মা একটি অভিযোগ নিয়ে এসেছেন। মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এমএইচএস