পরীক্ষার ফল বদলের লোভ দেখিয়ে হাতিয়ে নিতেন টাকা

মো. রাফসান চৌধুরী (৩১) নামে এক যুবক দুটি ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন পেজে ও গ্রুপে কমেন্ট করতেন। তাতে তিনি বিভিন্ন জাতীয় পরীক্ষার ফল পরিবর্তন করতে চাওয়াদের খুঁজতেন। ফল বদলে আগ্রহীদের বলতেন ম্যাসেঞ্জারে যোগাযোগ করতে।
রাফসানের এই প্রলোভনে যারাই যোগাযোগ করতেন তারাই হতেন প্রতারণার শিকার। রাফসান তাদের থেকে হাতিয়ে নিতেন টাকা। ধারাবাহিক প্রতারণার একপর্যায়ে রাজধানীর খিলগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে রাফসানের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১১ মার্চ) দিনগত মধ্যরাতে খিলগাঁ থানার শান্তিপুর এলাকায় অভিযান পরিচালনা করে রাফসানকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগ। রাফসানকে গ্রেফতারের সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন জব্দ করে হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অনলাইন প্রতারণার পাশাপাশি তিনি মাদক ব্যবসাও করতেন।
শুক্রবার (১৩ মার্চ) গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রেজাউল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাফসান Tanvir Hossain Rosi (rosi) ও Rosi Hossain Tanvir (tanvir) নামের দুটি ফেসবুক আইডি ব্যবহার করে পাবলিক পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে নিয়মিত পোস্ট-কমেন্ট করতেন। এই পোস্ট ও কমেন্টগুলো ছিল পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার ফলাফল পরিবর্তন ও নাম্বার বাড়িয়ে দেওয়া সংক্রান্ত। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অবৈধভাবে কীভাবে সুযোগে পাওয়া যায় সে বিষয়েও তিনি পোস্ট করতেন।
যারা এসব পোস্ট ও কমেন্টে আগ্রহী হয়ে তার সঙ্গে যোগাযোগ করতেন তারাই প্রতারণার শিকার হতেন। বিভিন্ন ভাবে তাদের থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করতেন রাফসান।
অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রেজাউল হক আরও বলেন, রাফসান অনলাইনে প্রতারণার পাশাপাশি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব পন্থায় ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। এ বিষয়ে খিলগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু হয়েছে।
এমএসি/এইচকে