শ্রমিক নেতা রুহুল আমিনের মুক্তির দাবি

বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকল অবিলম্বে চালু এবং দিনহাজিরা শ্রমিকদের সব বকেয়া পাওনা পরিশোধসহ পাটকল শ্রমিক নেতা রুহুল আমিনের মুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে ইউনাইটেড ওয়াকার্স ডেমোক্রেটিক ফ্রন্ট ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)।
শুক্রবার ( ১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়। এসময় ‘দুনিয়ার মজদুর এক হও’, ‘পাহাড়ে বা সমতলে লড়াই হবে সমান তালে’, ‘শ্রমিক নেতা রুহুল আমীনের মুক্তি চাই’, ‘মাইকেল চাকমাসহ গুম হওয়া নাগরিকদের ফিরিয়ে দাও’ সহ বিভিন্ন স্লোগান দেয় ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (টাফ) কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন টাফ-এর সভাপতি ফয়জুল হাকিম।
এমটি/ওএফ