ঢাকায় খেলার মাঠ বাড়ানো জরুরি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ জানুয়ারি ২০২৩, ১২:০৯ এএম


ঢাকায় খেলার মাঠ বাড়ানো জরুরি

আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তোলার জন্য ঢাকায় খেলার মাঠ ও গণপরিসর বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এবং ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর পান্থকুঞ্জ পার্কে উন্নয়ন সাংবাদিক ফোরামের (ইউডিজেএফবি) শীতকালীন ব্যাডমিন্টন ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. আদিল মুহাম্মদ খান বলেন, রাজধানী ঢাকায় খেলার মাঠ কম থাকায় অপরাধ প্রবণতা বাড়ছে। পর্যাপ্ত মাঠে থাকলে শিশু-কিশোরসহ সবাই খেলাধুলার সুযোগ পেত, খেলাধুলায় মনোনিবেশ করতে পারত। ফলে অপরাধ প্রবণতা কমে আসত। ঢাকায় যে হারে খেলার মাঠ কমছে তাতে শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে উঠার সুযোগও কমে যাচ্ছে। তারা অপরাধের দিকে ধাবিত হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান বলেন, ব্যক্তি জীবনেই শুধু নয়, পেশাগত জীবনেও খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিহার্য। এর মাধ্যমে নিজেদের মধ্যে আন্তরিক পরিবেশ তৈরি হওয়ার পাশাপাশি হৃদ্যতাপূর্ণ জায়গা তৈরি হবে। খেলাধুলার ব্যাপারে সিটি করপোরেশনের খুবই আন্তরিক। মেয়ের কাপ চালু করাসহ সব ওয়ার্ডে খেলার মাঠ ও খেলাধুলার প্রসারে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বার্থান্বেষী মহলের দখল, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের কারণে ক্রমাগত কমছে খেলার মাঠ। খেলাধুলার সুযোগ সংকুচিত হওয়ার কারণে বাড়ছে অপরাধ। এমন বাস্তবতায় খেলাধুলার সুযোগকে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করার সময় এসেছে। এর জন্য সঠিক পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় অর্থায়ন, কার্যকর বাস্তবায়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ প্রয়োজন।

আয়োজক সংগঠনের সভাপতি অমিতোষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল কবির, ডিআরইউর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলিমুল আলম বিল্পব, ইউডিজেএফবির সাধারণ সম্পাদক সেহেল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল খান, অর্থ সম্পাদক রাশেদ আহমেদ প্রমুখ।

এএসএস/টিএম

Link copied