পররাষ্ট্র সচিবের সঙ্গে জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ারের বৈঠক

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২৩, ১২:৩০ পিএম


পররাষ্ট্র সচিবের সঙ্গে জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ারের বৈঠক

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের অভিবাসী মানবাধিকার বিষয়ক স্পেশাল র‌্যাপোর্টিয়ার ফেলিপে গঞ্জালেস মোরালেস। বৈঠকে তারা নিরাপদ ও অনিয়মিত অভিবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে পররাষ্ট্রসচিব বিদেশে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে স্পেশাল র‌্যাপোর্টিয়ারকে জানান। স্পেশাল র‌্যাপোর্টিয়ার নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের বিষয়ে বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।

উভয়পক্ষ অনিয়মিত অভিবাসন, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি, দক্ষতা উন্নয়নসহ বাংলাদেশে অভিবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও  চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

শুক্রবার ঢাকায় আসেন জাতিসংঘের অভিবাসী মানবাধিকার বিষয়ক স্পেশাল র‌্যাপোর্টিয়ার। ৩১ জানুয়ারি পর্যন্ত মোরালেস বাংলাদেশে অবস্থান করবেন। সফরে তার অভিবাসন সংশ্লিষ্টদের সঙ্গে ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

এনআই/এনএফ

Link copied