যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, নিহত ১ ও আহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্রের আঘাতে মো. ইমরান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শাহাদত (২৫) ও সিদ্দিক(২৪) নামে আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৩ জানুয়ারি) রাত এগারোটার দিকে কুতুবখালী ফলের আড়তে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। আহত সিদ্দিক ও শাহাদাত জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন,যাত্রাবাড়ি কাঁচামালের আড়তের চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে উজ্জল ও আল আমিন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে পড়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আঘাতপ্রাপ্ত হন। এদের মধ্যে ইমরান নিহত হয়েছেন। নিহত ও আহত সবাই পরিবহন শ্রমিক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, যাত্রাবাড়ির কুতুবখালী এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় তিনজন ঢাকা মেডিকেলে এসেছিল। এদের মধ্যে ইমরান নামে একজন মারা গেছে। আহত আরো দুইজনের চিকিৎসা চলছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
এসএএ/এমজে