টিকা নিলেও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর ভুয়া ভিডিও ভাইরাল

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক করোনার টিকা নিলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, টিকা নেওয়ার ‘অভিনয়’ করছেন মন্ত্রী। এটি দেখলে মনে হবে, তিনি টিকা নেননি, শুধুমাত্র ‘ফটোসেশন’ কিংবা ‘ভিডিও’ করেছেন।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়লেও মন্ত্রীর টিকা নেওয়ার বিষয়টি ঘটনাস্থলে উপস্থিত থাকা গণমাধ্যমকর্মীরা নিশ্চিত করেছেন। গত ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর সচিবালয় ক্লিনিকে মন্ত্রী টিকা নেন। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এবং সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ওইদিন ঘটনাস্থলে উপস্থিত থাকা গণমাধ্যমকর্মী ইসমাইল হোসেন রাসেল ঢাকা পোস্ট-কে বলেন, ‘মন্ত্রী ভ্যাকসিন নেবেন বলে আমরা কয়েকজন গণমাধ্যমকর্মী সেখানে সংবাদ কাভারের জন্য উপস্থিত হই। সকালে তিনি টিকা নেন। কিন্তু তার টিকা নেওয়ার ভিডিওচিত্র কয়েকজন টেলিভিশন সাংবাদিক ধারণ করতে পারেননি। পরে তারা এ ধরনের একটি দৃশ্য ধারণের অনুরোধ জানান। তাদের অনুরোধে দ্বিতীয়বার এ ভিডিওটি ধারণ করা হয়।’
ঘটনাস্থলে ঢাকা পোস্ট-এর নিজস্ব প্রতিবেদক শাহাদাত হোসেন রাকিবও উপস্থিত ছিলেন। তিনিও একই চিত্র নিজের চোখে দেখেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ ঢাকা পোস্ট-কে বলেন, ‘যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি টিকা নেওয়ার পর কয়েকজনের (গণমাধ্যমকর্মী) অনুরোধে ধারণ করা হয়েছিল। মন্ত্রী সেদিন টিকা নিয়েছেন।’
সেদিন টিকা নেওয়ার পর আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেছিলেন, ‘সারাদেশে টিকাদান কার্যক্রম চলছে। বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই টিকা দেওয়া হচ্ছে।’ বিভ্রান্তি ও অপপ্রচারে কান না দিয়ে তিনি বীর মুক্তিযোদ্ধাসহ সবাইকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
এসএইচআর/এফআর