শূন্য ব্যান্ডের ১৫ বছর পূর্তি উদযাপন

শূন্য ব্যান্ডের ১৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ২৬ জানুয়ারি। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, হল ৪-এ এটি অনুষ্ঠিত হবে।
এই উদযাপনকে কেন্দ্র করে ড্রিমকাস্ট মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড একটি জমকালো কনসার্টের আয়োজন করেছে। এই অনুষ্ঠানকে আরও মনোরম করতে দেশসেরা জনপ্রিয় অনেক সংগীত শিল্পীরা গান পরিবেশন করবেন।
ওই অনুষ্ঠানের পাওয়ার্ড বাই পার্টনার টগি ফান ওয়ার্ল্ড, টিকিটিং পার্টনার বাই হেয়ার নাও, প্রমোশনাল পার্টনার বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি, ইন্সট্রুমেন্ট পার্টনার ইয়ামাহা, বেভারেজ পার্টনার নেসক্যাফে বাংলাদেশ, মার্চেন্ডাইজার পার্টনার হেভি মেটাল টি-শার্ট, ফটোগ্রাফি পার্টনার আর্টল্যান্ড, হসপিটালিটি পার্টনার ইউ-এস বাংলা এয়ারলাইন্স, মিডিয়া পার্টনার যমুনা টিভি, স্ট্রাটেজিক পার্টনার ডেইলি স্টার, অনলাইন নিউজ পার্টনার ঢাকা পোস্ট, স্টুডিও পার্টনার মিলিয়ন ড্রিমসহ অল-ফ্যাক্টরি ক্লাব পার্টনার হিসেবে রয়েছে।
মনোমুগ্ধকর কনসার্টে অংশগ্রহণ করতে টিকিট কিনুন এই https://www.buyherenow.com.bd/events/ymcrtgjmhf/15-years-of-shunno-concert লিংক থেকে।
এমএ