৩৬ কোটি টাকা আত্মসাৎ

বিকল্পধারার মান্নানের স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে মামলা

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ জানুয়ারি ২০২৩, ০৭:০৮ পিএম


বিকল্পধারার মান্নানের স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে মামলা

সাড়ে ৩৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের স্ত্রী উম্মে কুলসুম মান্নান ও তাদের দুই মেয়েসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক সচিব মো. মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ জানুয়ারি মামলাটি অনুমোদন দেওয়া হয়। মামলায় মেজর মান্নানের স্ত্রী ছাড়াও তার দুই মেয়ে ও বিআইএফসি সাবেক পরিচালক তানজিলা মান্নান ও তাজরিনা মান্নানকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন— বিআইএফসি পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, এএমএম জাহাঙ্গীর আলম, রইস উদ্দিন আহমেদ, সাবেক পরিচালক আরশাদ উল্লাহ, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি আহমেদ করিম চৌধুরী, সাবেক সিনিয়র অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন ও মো. মোস্তাফিজুর রহমান।

আসামিদের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে ম্যাক্সনেট অন লাইনের স্বত্বাধিকারী মো. রইস উদ্দিনের নামে ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে সুদ আসলে ৩৬ কোটি ৪৯ লাখ ৩১ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ম্যাক্সনেট অনলাইনের মালিক মো. রইস উদ্দিনকে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ঋণচুক্তির মাধ্যমে আড়াই কোটি টাকা ঋণ মঞ্জুর করে ২ কোটি ৪৮ লাখ টাকা দেওয়া হয়েছে। সুদ আসলে ঋণের ৪ কোটি ৩৮ লাখ ৩৯ হাজার ৭০২ টাকা মন্দ ঋণ হিসেবে বকেয়া থাকে। একইভাবে ভিন্ন ঋণ চুক্তির সাড়ে ৬ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়। যা বর্তমানে সুদ আসলে ৮ কোটি ৬৫ লাখ ৭২ হাজার ৩৯৪ টাকা মন্দ ঋণ হিসেবে অনাদায়ী। এভাবে চারটি পৃথক ঋণ চুক্তির মাধ্যমে ২৭ কোটি টাকার ঋণ মঞ্জুর করিয়ে ২৬ কোটি ৯৮ লাখ টাকা উত্তোলন করে এবং ঋণের কিস্তি পরিশোধ করেনি। সবমিলিয়ে ঋণের আসল দাঁড়িয়েছে ২৮ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৩৮২ টাকা। আর সুদ হিসাবে পাওনা ৮ কোটি ১ লাখ ৫৮ হাজার ৬৬৫ টাকা। সুদ আসলে ৩৬ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ৪৭ টাকা আত্মসাতের অভিযোগে দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে একই ধরনের আত্মসাতের ঘটনায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানসহ অর্ধশতজনকে আসামি করে পাঁচটি মামলা করে দুদক। সব মিলিয়ে মামলাগুলোয় ১২১ কোটি ৭০ লাখ ১৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আরএম/এসএসএইচ/

Link copied