আরও ৬ মাস পদে থাকছেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ওয়াহিদুল ইসলাম

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি ২০২৩, ০৯:০৭ পিএম


আরও ৬ মাস পদে থাকছেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ওয়াহিদুল ইসলাম

মো. ওয়াহিদুল ইসলাম/ ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সংযুক্ত সচিব মো. ওয়াহিদুল ইসলাম খানের চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। আগামী ১ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ছয় মাসের জন্য তাকে ফের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

আরও ৩ বছর বিএইআরএর চেয়ারম্যান থাকছেন মোজাম্মেল হক

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ) চেয়ারম্যান পদে ফের তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. মোজাম্মেল হক।

আগের চুক্তির ধারাবাহিকতায় একই শর্তে গত ১৯ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য মোজাম্মেল হক এ নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
 
এসএইচআর/এসকেডি

Link copied