বিআরটিএ, ভূমি, পাসপোর্ট অফিসে ডিসিদের দৃষ্টি রাখতে বলা হয়েছে

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি ২০২৩, ০৯:০৯ পিএম


বিআরটিএ, ভূমি, পাসপোর্ট অফিসে ডিসিদের দৃষ্টি রাখতে বলা হয়েছে

বিআরটিএ, ভূমি অফিস, পাসপোর্ট অফিসসহ সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে ডিসিদের দৃষ্টি রাখার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের অষ্টম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, জনগণ যাতে সুন্দর করে সেবা পায়। ডিসিদের মধ্যে সুন্দর ব্যবহার করার গুণ থাকতে হবে। একজন ডিসির কাছে এসে সমস্যা বলার জন্য মানুষ যাতে স্বস্তি বোধ করে। মোটিভেশনাল এ কথাগুলো বলেছি।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করতেও বলা হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ডিসি সাহেবরা যাতে একটু পরিদর্শন করেন। লেখাপড়ার মানটা যাতে একটু ভালো হয়।

ফরহাদ হোসেন বলেন, আমরা জেলা প্রশাসকদের মনে করিয়ে দিয়েছি জাতির পিতার সেই কথাটি— মানুষের সঙ্গে মিশে যেতে হবে। যারা সেবা নিতে আসছে তারা তোমাদের ভাই, তোমাদের আত্মীয়। তাদের সম্মান দিয়ে চলতে হবে— আমরা সেটা মনে করিয়ে দিয়েছি।

এসএইচআর/এসএসএইচ/

টাইমলাইন

Link copied