মঙ্গলবার কক্সবাজারে প্রশিক্ষণোত্তর ফায়ারিং হবে

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি ২০২৩, ০৭:৪৭ পিএম


মঙ্গলবার কক্সবাজারে প্রশিক্ষণোত্তর ফায়ারিং হবে

আগামী মঙ্গলবার (৩১ জানুয়ারি)  কক্সবাজার, শিলখালী আর্মড ফোর্সেস এডি ফায়ারিং রেঞ্জে যৌথ জাহাজীকরণোত্তর এবং স্থানীয় প্রশিক্ষণোত্তর ফায়ারিং অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, আগামী মঙ্গলবার (৩১ জানুয়ারি) কক্সবাজার, শিলখালী আর্মড ফোর্সেস এডি ফায়ারিং রেঞ্জে যৌথ জাহাজীকরণোত্তর এবং স্থানীয় প্রশিক্ষণোত্তর ফায়ারিং অনুষ্ঠিত হবে। ফায়ারিং কার্যক্রম চলার সময় সকাল ৮টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশেপাশের এলাকায় সকল বিমান, জাহাজ, নৌকা, ট্রলার, লঞ্চসহ সকল প্রকার নৌযান, অন্যান্য যানবাহন ও জনসাধারণের প্রবেশ অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ বিধায় জনসাধারণকে সতর্ক থাকতে এবং প্রবেশে নিরুৎসাহিত করা হলো।

এমএসি/এসকেডি 

Link copied