আইন কমিশনের সদস্য হলেন বিচারপতি মো. আবু বকর সিদ্দিকী

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে আইন কমিশনের সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, আইন কমিশন আইনের ক্ষমতাবলে সরকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য আইন কমিশনের সদস্য পদে নিয়োগ করল।
এ পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।
এসএইচআর/জেডএস