ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন হাসপাতালে

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

২৯ জানুয়ারি ২০২৩, ০৯:৪৪ পিএম


ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন হাসপাতালে

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

রোববার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩০ এবং অন্যান্য বিভাগে ২৬ জন রোগী ভর্তি রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৬৩ এবং ঢাকার বাইরে ২৮২ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬ জন মারা গেছে। 

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮৩ জন। এর মধ্যে ঢাকায় ২৩০ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২৫৩ জন।

জেডএস

Link copied