যুক্তরাজ্যের যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে কড়াকড়ি

যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের হোম কোয়ারেন্টাইন মানতে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশে ফেরা যাত্রীদের বাসায় থাকতে প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সাহায্য নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা মহড়া অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমন ইঙ্গিত দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
তিনি বলেন, যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বিশেষ কেয়ার নেওয়া হচ্ছে। কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকার পরেও প্রয়োজন হলে বাংলাদেশেও তাদের কোভিড পরীক্ষা করানো হবে।
প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের ফ্লাইটের বিষয়ে বিমান, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যবেক্ষণ করছে। বেবিচকসহ সবাই সজাগ আছে। আমরা প্রয়োজনে ব্যবস্থা নেবো।
প্রতিমন্ত্রী আরও বলেন, সব রুটের ফ্লাইট আপাতত চলবে। যুক্তরাজ্য ফ্লাইটও চলবে। তবে যারা আসবে তাদের হোম কোয়ারেন্টাইন কঠোরভাবে নজরদারি করা হবে। স্থানীয় প্রশাসনকে হোম কোয়ারেন্টাইন নজরদারির জন্য তথ্য দেওয়া হবে। আর যদি পরিস্থিতি অনুযায়ী ফ্লাইট বন্ধের প্রয়োজন হয়, আমরাও ফ্লাইট বন্ধ করবো।
এর আগে বুধবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দরের বর্ধিত অভ্যন্তরীণ লাউঞ্জ উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে বিশ্বের বিভিন্ন দেশ লন্ডন ফ্লাইট স্থগিত রেখেছে। তবে বাংলাদেশে আপাতত লন্ডনের ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে।
তিনি বলেন, আপাতত লন্ডন ফ্লাইট চালু থাকছে। আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সার্বক্ষণিক বিষয়টি মনিটরিংয়ে রাখছে।
তবে ওইদিন রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, নতুন ধরনের করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ হতে পারে।
সম্প্রতি মহামারির মধ্যেই করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ‘রূপ’ এর প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাজ্যের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতসহ প্রায় ২০টি দেশ। ফ্লাইট বাতিল করা দেশের মধ্যে রয়েছে কানাডা, চিলি, কলম্বিয়া, ইরান, সৌদি আরব।এছাড়া ইউরোপীয় দেশগুলোর মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, বেলজিয়াম, আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, ফ্রান্স, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ এবং লাতভিয়া।
এছাড়া একই কারণে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে সৌদি আরব ও ওমান।
এআর/জেডএস