তাপমাত্রা কিছুটা কমবে, সিলেটে বৃষ্টির আভাস

গত কয়েকদিনের তুলনায় আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে। এ সময়ে সিলেট ছাড়া দেশের অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
রোববার (১৪ মার্চ) দুপুরে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ আবহাওয়া বেশ ভালো থাকবে। কোথাও তেমন কোনো বড় ধরনের সতর্ক সংকেত নেই। দুই-এক জায়গায় হয়তো হালকা বাতাস বয়ে যেতে পারে। তবে এ সময়ে আবহাওয়ায় যেকোনো পরিবর্তন হতে পারে।
এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ও রাঙামাটিতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
রোববার (৪ মার্চ) সকালে ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কি.মি., আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের পরিমাণ নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, টাঙ্গাইলে ৮ মি.মি., রংপুরে ৪ মি.মি.সহ ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, শ্রীমঙ্গল, রাজশাহী, দিনাজপুর, সৈয়দপুর, বরিশাল ও পটুয়াখীলাতে সামান্য বৃষ্টি হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
একে/এসএসএইচ/এমএমজে