২৮তম বিশেষায়িত কূটনৈতিক কোর্সের সার্টিফিকেট বিতরণ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি ২০২৩, ১২:৩৭ পিএম


২৮তম বিশেষায়িত কূটনৈতিক কোর্সের সার্টিফিকেট বিতরণ

২৮তম বিশেষায়িত কূটনৈতিক প্রশিক্ষণ কোর্সের (এসডিটিসি) সনদ বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সনদ বিতরণ করা হয়।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরেন সার্ভিসের নবীন কর্মকর্তাদের জন্য বিশেষায়িত কূটনৈতিক প্রশিক্ষণ কোর্সটি প্রতি বছর ফরেন সার্ভিস একাডেমিতে পরিচালিত হয়। ২৮তম বিশেষায়িত কূটনৈতিক কোর্সটি ২০২২ সালের মার্চ থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে ৩৮তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১২ জন তরুণ কর্মকর্তা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ভবিষ্যতের কূটনীতিকদের প্রস্তুত, সুসজ্জিত ও সুসংগঠিত করতে ফরেন সার্ভিস একাডেমি কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য একটি অনন্য সংবিধান দিয়ে গেছেন, যা সবার জন্য মানবাধিকার, গণতন্ত্র এবং ন্যায়বিচারের নিশ্চয়তা দেয়। বঙ্গবন্ধু আমাদের জন্য একটি সুন্দর স্বপ্ন রেখে গেছেন, আর সেটা হলো সোনার বাংলার স্বপ্ন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন, যেখানে মানুষের সব অধিকার; অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সেবা সবার জন্য নিশ্চিত হবে।

মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রীর কারণে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অনেকগুলো লক্ষ্য ইতোমধ্যে অর্জন করেছি। একইভাবে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ অর্জনের পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বপ্নের ‘সোনার বাংলা’ অর্জনের জন্য আমাদের কূটনীতিকদের আগামী দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, আমাদের তরুণ কূটনীতিকরা শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তুলবেন এবং বঙ্গবন্ধুর রেখে যাওয়া ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ এ পররাষ্ট্রনীতি অনুসরণ করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে সহায়তা করবে।

দেশ ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধ থাকার বিষয়ে গুরুত্বারোপ করে নবীন কূটনীতিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণে আপনারা অনেক কিছু শিখেছেন, ভবিষ্যতে আরো অনেক প্রশিক্ষণে অংশ নেবেন এবং আপনাদের চাকরিকালেও অনেক কিছু নিশ্চয়ই শেখবেন। তবে একটি জিনিস যা আপনাকে সব সময় অনুপ্রাণিত করবে সেটা হলো- এই বাংলাদেশের প্রতি ভালোবাসা। যদি আপনি নিজের প্রতি সৎ থাকেন, দেশ ও দেশের মানুষের প্রতি আপনার অকৃত্রিম ভালবাসা থাকে, তাহলে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে কোন কিছু বাধা হতে পারবে না।

পররাষ্ট্রসচিব প্রশিক্ষণ কোর্সটি সফলভাবে শেষ করার জন্য ফরেন সার্ভিস একাডেমি এবং প্রশিক্ষণার্থী অফিসারদের অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের জাতীয় স্বার্থ সংরক্ষণে উদ্ভাবনী ও বাস্তব কৌশল অবলম্বন করে দায়িত্ব পালনের জন্য তরুণ কূটনীতিকদের প্রতি আহ্বান জানান।

ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস স্বাগত বক্তব্যে স্মার্ট বাংলাদেশের রূপকল্প অনুযায়ী তরুণ কূটনীতিকদের প্রস্তুত করতে একাডেমির অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, আজকের তরুণ কর্মকর্তাদের হাত দিয়েই আগামীর সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেল অব মিশনস আসাদ আলম। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজিমুদ্দিন খান এবং মুক্তিযোদ্ধা রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্রসচিব প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলীর সহধর্মিণী তুহফা জামান আলী বক্তব্য দেন।

এনআই/এমএ

Link copied