জাপান গার্ডেন সিটির চেয়ারম্যান আর নেই

জাপান গার্ডেন সিটির প্রতিষ্ঠাতা ও জাপান গার্ডেন সিটি লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব এস এম খলিলুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৪ মার্চ) ভোর ৪টা ৪০ মিনিটে তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘনিষ্ঠজনরা মরহুম খলিলুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া তার মৃত্যুতে জাপান গার্ডেন সিটিবাসী গভীরভাবে শোক প্রকাশ করেছেন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিভিন্ন মহলের মানুষ।
এসআর/আরএইচ