লালবাগে যুবকের আত্মহত্যা

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৮ পিএম


লালবাগে যুবকের আত্মহত্যা

রাজধানীর লালবাগ থানার নবাবগঞ্জ এলাকায় মো. তুষার (২৮) নামে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোনজামাই ফারুক ঢাকা পোস্টকে বলেন, আমার শ্যালক চটপটি ব্যবসা করত। সে মাদক সেবন করত। বিষয়টি নিয়ে আমার শাশুড়ি আজ রাগান্বিত হয়ে তার (তুষার) গালে চড় দেয়। এতে সে মায়ের ওপর অভিমান করে নিজ রুমে গিয়ে লোহার রডের সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস দেয়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তুষার ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। দুই ভাই দুই বোনের মধ‍্যে সে ছিল সবার ছোট।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
 
এসএএ/জেডএস

Link copied